শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ৩১ মার্চ ২০২৫ ১৪ : ৪৮Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক হিসেবে হাতেখড়ি হার দিয়ে শুরু হলেও, পরের ম্যাচে জয় পেয়েছেন ঋষভ পন্থ। মঙ্গলবার ঘরের মাঠে ফর্মে থাকা পাঞ্জাব কিংসকে হারাতে মরিয়া থাকবে সঞ্জীব গোয়েঙ্কার দল। ঘরের মাঠে প্রথম জয় পেতে তর সইছে না পন্থের। পাশাপাশি ব্যক্তিগত সাফল্য পেতেও মরিয়া তারকা উইকেটকিপার ব্যাটার। মেগা নিলামে ২৭ কোটির বিশাল অঙ্কে পন্থকে কিনেছে লখনউ। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি প্লেয়ার। কিন্তু এখনও পর্যন্ত তার প্রতিদান দিতে পারেননি। প্রথম দুই ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ। প্রথম ম্যাচে নিজের পুরোনো দল দিল্লি ক্যাপিটালসের কাছে হার দিয়ে শুরু হয় লখনউয়ের যাত্রা। তবে দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে পাঁচ উইকেটে হারায়। ব্যাট হাতে বিপক্ষের বোলিং ধ্বংস করেন নিকোলাস পুরান। ২৩ বলে ৭০ রান করেন। অর্ধশতরান করেন মিচেল মার্শও। বল হাতে বাজিমাত করেন শার্দূল ঠাকুর। তৃতীয় ওভারে ব্যাক টু ব্যাক বলে ফিরিয়ে দেন অভিষেক শর্মা এবং ঈশান কিষাণকে। দল সাফল্য পেলেও ব্যর্থ পন্থ। প্রথম ম্যাচে শূন্য করার পর, দ্বিতীয় ম্যাচে ১৫ রান করেন। পাঞ্জাবের বিরুদ্ধে সমালোচকদের মুখ বন্ধ করতে চাইবেন।
প্রথমবার দিল্লির প্রাক্তন কোচ রিকি পন্টিংয়ের মোকাবিলায় নামবেন ঋষভ। এবছর পাঞ্জাবে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক। লখনউ-পাঞ্জাব ম্যাচের অন্তরালে লুকিয়ে আছে আইপিএলের ইতিহাসে দুই সবচেয়ে দামি প্লেয়ারের দ্বৈরথ। ঋষভ পন্থ এবং শ্রেয়স আইয়ার। পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়স। ২৬.৭৫ কোটিতে আইপিএল জয়ী অধিনায়ককে কিনেছে কিংসরা। গুজরাটের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলেন। ৪২ বলে ৯৭ রানে অপরাজিত থাকেন শ্রেয়স। তিন নম্বরে খেলা উপভোগ করছেন পাঞ্জাবের নতুন অধিনায়ক। শশাঙ্ক সিং, প্রিয়াংশ আর্যও ভাল ফর্মে আছেন। আইপিএল অভিষেকে ২৩ বলে ৪৭ রান করেন দ্বিতীয়জন। বল হাতে সফল অর্শদীপ সিং এবং বিজয়কুমার বৈশক। একানা স্টেডিয়ামের উইকেট স্পিন সহায়ক। তবে সম্প্রতি মেয়েদের আইপিএলে পিচ চরিত্র বদলায়। তবে তাসত্ত্বেও দুই দলের স্পিনারদের দিকেই নজর থাকবে। ফর্মে নেই রবি বিষ্ণোই। তাঁর ছন্দে ফেরার অপেক্ষায় থাকবে লখনউ। বাঁ হাতি স্পিনার শাহবাজ আহমেদকেও খেলানো হতে পারে। পাঞ্জাবের স্পিন বিভাগকে নেতৃত্ব দেবেন যুজবেন্দ্র চাহাল। সঙ্গী গ্লেন ম্যাক্সওয়েল। পেস বিভাগেও একাধিক বিকল্প রয়েছে। গুজরাটের বিরুদ্ধে সাতজনকে দিয়ে বল করান শ্রেয়স। কোটিপতি লিগের দুই সবচেয়ে দামি ক্রিকেটারের দ্বৈরথে কে বাজি মারবে, সেটাই দেখার।
নানান খবর

নানান খবর

আইয়ারের মঞ্চে বৈভবের বাজিমাত, ক্লাসেনদের জন্য ছিল বিশেষ প্রস্তুতি

রঞ্জিতে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার, আইপিএলের মাঝেই চেন্নাইয়ের ট্রায়ালে ডাক পেলেন মুম্বইয়ের এই তরুণ

ভেঙ্কটেশ-বৈভব যুগলবন্দিতে দুর্দান্ত প্রত্যাবর্তন কেকেআরের, হারের হ্যাটট্রিক কামিন্সদের

কোহলির পর রোহিতের ব্যাট চাইলেন রিঙ্কু, তারপর কী হল?

ইডেনে ভেঙ্কটেশ ঝড়, ২০০ রানে শেষ করল কেকেআর

নাইটদের কোচ-মেন্টরের মধ্যে মতানৈক্য? ইডেনের পিচ নিয়ে নাটক চরমে

পন্থকে নিয়ে চূড়ান্ত হতাশ, আগাম আশঙ্কাবাণী প্রাক্তন ভারতীয় তারকার

ছাড়পত্র পেলেন সঞ্জু, উইকেটকিপার হিসেবে ফিরছেন রাজস্থানের অধিনায়ক

মুম্বই ছাড়ছেন যশস্বী, কোন রাজ্যের হয়ে খেলতে দেখা যাবে ভারতীয় তারকাকে?

ভূমিকা বদলালেও, বদলায়নি মাইন্ডসেট! মুম্বইয়ে নতুন ভূমিকা নিয়ে কী বললেন রোহিত?

ব্যাটে রান নেই, ফের হার! পাঞ্জাব ম্যাচের পর পন্থকে ট্রোল সানির

দুই সর্বোচ্চ দামির লড়াইয়ে জয় শ্রেয়সের, লখনউকে উড়িয়ে দিল পাঞ্জাব

আবার ব্যর্থ ২৭ কোটির পন্থ, টি-২০ ক্রিকেটের সেরা বোলারকে পিটিয়ে ছাতু

অনিকেত ভার্মা, বিপ্রজদের যাওয়ার কথা ছিল সিএসকে-তে! স্কাউট সদস্যের মন্তব্যে চাঞ্চল্য

রোহিত-বিরাটদের এলিট ক্লাবে প্রবেশ করলেন সূর্য, ছুঁলেন আরও একটি মাইলস্টোন